সুনির্দিষ্ট সিদ্ধান্ত ছাড়াই বেলারুশ সীমান্তে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধের আলোচনা শেষ হয়েছে। রাশিয়া বলেছে, এতে উভয় পক্ষ আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে। আবার দু’এক দিনের মধ্যে তারা আলোচনায় বসবে। দৃশ্যত, বড় ধরনের কোনো ফল বা সিদ্ধান্ত আসেনি বৈঠক থেকে। অর্থাৎ যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত পাওয়া যায়নি। ফলে যুদ্ধ অব্যাহতভাবে চলতেই থাকবে বলে মনে হচ্ছে। বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি রাশিয়ান সেনাদের অস্ত্র জমা দেয়ার আহবান জানিয়েছেন এবং তার দেশকে অবিলম্বে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য করে নেয়ার আহ্বান জানিয়েছেন। ওদিকে জাতিসংঘ সাধারণ পরিষদে বিরল এক জরুরি অধিবেশন শুরু হয়েছে।
এতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁ অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যথেষ্ট হয়েছে। আর নয়। অসংখ্য মানুষের দুর্ভোগ বেড়েছে। শিশুদের অবস্থা শোচনীয়।