পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর মিয়াঁ শাহবাজ শরিফকে পাঠানো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দনের জবাব দিয়েছেন তিনি।
পাকিস্তান হাই কমিশন সূত্রে জানা যায়, ফিরতি চিঠিতে অভিনন্দন বার্তার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন শাহবাজ শরিফ।
শাহবাজ শরিফ লিখেছেন যে দৃঢ় ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ দুই দেশের জনগণের রয়েছে অভিন্ন ইতিহাস, অভিন্ন বিশ্বাস ও অভিন্ন স্বার্থের গভীর সম্পর্ক।
তিনি বলেন, আমাদের দুই দেশের আরো কল্যাণকর ভবিষ্যতের জন্য এবঙ আমাদের এই অঞ।চলের টেকসই শান্তি ও স্থায়ী সমৃদ্ধির অভিন্ন দর্শন অর্জনের জন্য আমি আপনার সাথে কাজ করতে আগ্রহী।
তিনি বলেন, আমি আন্তরিকভাবে আপনার সুস্বাস্থ্য ও সুখী জীবন কামনা করছি এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতীম জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করছি।