সোমবার , ৩০ মে ২০২২ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

গাঁজা দিয়ে চকলেট-মিল্কসেক, তরুণীসহ আটক তিন

প্রতিবেদক
ukadmin
মে ৩০, ২০২২ ১:০৩ অপরাহ্ণ

রাজধানীতে গুলশান থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজার নির্যাস দিয়ে তৈরি বিভিন্ন খাবার, খাবার তৈরির উপকরণ ও এক তরুণীসহ দুই যুবককে আটক করা হয়েছে।

রোববার (২৯ মে) বিকেল চারটার দিকে প্রথমে গুলশানের ছয় নম্বর রোড হতে মোটরসাইকেল যোগে ডেলিভারি করতে আসা এক যুবককে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে উত্তরা থেকে এক তরুণী, এক যুবককে আটক ও গাঁজা দিয়ে তৈরি বিভিন্ন খাবারসহ উপকরণ জব্দ করে পুলিশ।

আটকরা হলেন- রাজধানীর দক্ষিণখান মিয়া পাড়ার জুবায়ের হোসেন (২৪),  উত্তরার ১২ নম্বর সেক্টরের অনুভব খান রিবু (২৩) ও উত্তরার সি ব্লকের দুই নম্বরে রোডের বাসিন্দা নাফিজা নাজা (২২)।

তাদের কাছ থেকে ৯০০ গ্রাম গাঁজা, গাঁজার নির্যাস দিয়ে তৈরি ছয় কেজি ১০০ গ্রাম বিভিন্ন খাবার (চকলেট, কেক, মিল্কসেক), খাবার তৈরির বিভিন্ন উপকরণ, একটি আইফোন প্রো ম্যাক্স-১১সহ দুটি মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩০ মে) গুলশান থানার অফিসার ইনচার্জ আবুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরে গুলশান থানার বিশেষ অভিযান টিম ইন্সপেক্টর (তদন্ত) শেখ শাহানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অবস্থান নয়। এসময় একটি মোটরসাইকেলের পেছনে বসা যুবক জুবায়েরকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুবায়ের জানায়, ইনস্টাগ্রামের মাধ্যমে রাজধানীর বিভিন্ন জায়গায় মাদক দিয়ে তৈরি এই খাবার সরবরাহ করা হচ্ছিলো।

পরে তার দেওয়া তথ্যে উত্তরার ১২ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের আট নম্বর বাসায় অভিযান চালিয়ে গাঁজাসহ গাঁজার নির্যাস দিয়ে বানানো বিভিন্ন খাবার উপকরণ জব্দ ও আরও দুইজনকে আটক করা হয়।

আটকরা জানান, তারা ইনস্টাগ্রামের মাধ্যমে কানাডিয়ান ও আফ্রিকান মাদক ব্যবসায়ীদের তৈরি বিভিন্ন ভিডিও দেখে দেশীয় পদ্ধতিতে গাঁজা দিয়ে কেক, চকলেট, মিল্কসেক তৈরি করে আসছিল।

আটকরা আরও জানান, এক কেজির গাঁজার চকলেট তৈরিতে পাঁচ কেজি গাঁজার নির্যাস প্রয়োজন হয়।

ওসি আরও জানান, আটকদের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। মামলার পর তাদের আদালতে নিয়ে রিমান্ড আবেদন করা হবে।

সর্বশেষ - ব্যাবসা-বাণিজ্য