মঙ্গলবার , ৯ মে ২০২৩ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

নির্বাচন অংশগ্রহণমূলক হলে ইইউ পর্যবেক্ষক দল আসবে: রাষ্ট্রদূত

প্রতিবেদক
ukadmin
মে ৯, ২০২৩ ১০:৫২ অপরাহ্ণ

নির্বাচন অংশগ্রহণমূলক হলে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল আসবে বলে জানিয়েছেন ঢাকায় ইইউ জোটের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ইউরোপ ডে উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ইউরোপ ডে উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ইউরোপীয় ইউনিয়ন। এতে ঢাকার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা অংশ নেন।

সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, প্রাক পর্যবেক্ষক প্রতিনিধি দল একটি স্বাধীন প্রতিনিধি দল। তারা সব দলের সঙ্গেই আলাপ করবে।

এক প্রশ্নের জবাবে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, আমরা সব রাজনৈতিক দলের সঙ্গেই বৈঠক করেছি। আমরা এদেশে ফ্রি ফেয়ার ইলেকশন চাই। আর এটা সব বাংলাদেশিও চায়।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের শক্তিশালী অংশীদারত্ব রয়েছে। আগামী দিনে এ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করেন তিনি।

ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি ম্যসদুপুই বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। আমরা রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের প্রতি চাপ অব্যাহত রেখেছি। এ ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ অব্যাহত রাখা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, জার্মান, নেদারল্যান্ডস ও ইতালির রাষ্ট্রদূতরা।

সর্বশেষ - ব্যাবসা-বাণিজ্য