মঙ্গলবার , ১৪ ডিসেম্বর ২০২১ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এক অন্য বাংলাদেশকে দেখবে বিশ্ব

প্রতিবেদক
ukadmin
ডিসেম্বর ১৪, ২০২১ ৩:৩৮ অপরাহ্ণ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে প্রস্তুত জাতি। তিন দিনের রাষ্ট্রীয় আয়োজনের মূল কেন্দ্র জাতীয় প্যারেড গ্রাউন্ডে শেষ হয়েছে সব প্রস্তুতি। 

শেষদিনের মহড়ায় বর্ণাঢ্য অনুষ্ঠানের নানা দিক তুলে ধরা হয়। সাত দেশের তিনশ’রও বেশি বিদেশি অতিথি অংশ নেবেন অনুষ্ঠানে। 

ঢাকা মহানগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, সুবর্ণজয়ন্তীর সব অনুষ্ঠান নির্বিঘ্ন করতে দেশজুড়ে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। 

এক দুই দশ নয় বাংলাদেশের ৫০ বছর। সময় এখন বিশ্বকে জানান দেওয়ার। যা কিছু অর্জন তা তুলে ধরার। জাতীয় প্যারেড গ্রাউন্ডে শেষ হলো সেই প্রস্তুতি। 

দিনটিকে বিশেষভাবে স্মরণীয় করে রাখতে নানা আনুষ্ঠানিকতার তোড়জোড়। জাতীয় প্যারেড স্কোয়ারের অনুষ্ঠানে অংশ নেবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দসহ বিদেশি অতিথিরা।

বরাবরের মতো থাকবে সেনা, নৌ ও বিমান বাহিনীর আলাদা আলাদা কুচকাওয়াজ। আকাশে মহড়া দেবে হেলিকপ্টার ও জঙ্গি বিমান। থাকবে ট্যাংক বহর সহ সমরাস্ত্রের আলাদা প্রদর্শনী। 

সশস্ত্র বাহিনীর প্যারেডের পাশাপাশি বৈমানিকদের কসরত, প্যারাসুট জাম্পসহ রয়েছে নানা আয়োজন। বিশেষ কুচকাওয়াজে অংশ নেবে ভারত, রাশিয়া, ভুটান, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। 

অন্যদিকে, জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুই দিনের অনুষ্ঠানমালার মূল আয়োজন হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।

‘মহাবিজয়ের মহানায়ক’ প্রতিপাদ্যে ১৬ ও ১৭ ডিসেম্বর এসব অনুষ্ঠানে দেশি ও বিদেশি প্রায় তিন শতাধিক অতিথিরা অংশ নেবেন।

অনুষ্ঠানের মহড়া ও প্রস্তুতি দেখতে এসে মুক্তিযোদ্ধামন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, ৫০ বছরে বাংলাদেশের সব অর্জনই প্রতীকী আকারে ফুটিয়ে তোলার চেষ্টা থাকবে। 

তিনি বলেন, সুবর্ণজয়ন্তীর বছরটিকে আমরা ইতিহাস চেতনা জাগ্রত করার কাজে লাগাতে চাইছি। উদযাপনের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করতে চাইছি।

এ সময় সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ জানালেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বর্ণাঢ্য অনুষ্ঠানের সব আয়োজনই প্রস্তুত। 

আর, জাতীয় সংসদ ভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিয়েছেন তিনি।

তিনি জানান, বিজয় দিবস ঘিরে ১৫-১৭ ডিসেম্বর তিন দিন জাতীয় স্মৃতিসৌধ, ধানমন্ডি ৩২ নম্বর, সংসদ ভবন চত্বর এবং জাতীয় প্যারেড গ্রাউন্ড এলাকায় থাকবে কঠোর নিরাপত্তা।

সর্বশেষ - বাংলাদেশ