সোমবার , ২০ ডিসেম্বর ২০২১ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

ক্রিকেটার নাসিরের স্ত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা, হাজিরা বাতিল চেয়ে আবেদন

প্রতিবেদক
ukadmin
ডিসেম্বর ২০, ২০২১ ১:৪৫ অপরাহ্ণ

ক্রিকেটার নাসিরের স্ত্রী তামিমা সুলতানা তাম্মি ছয় মাসের অন্তঃসত্ত্বা উল্লেখ করে তার সাবেক স্বামী রাকিব হাসানের করা মামলায় তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়েছে। তার আইনজীবী মোর্শেদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

সোমবার (২০ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের ২০৫ ধারা মোতাবেক আসামি তামিমাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন জানানো হয়।

আবেদনে আইনজীবী বলেন, আজ নাসির ও তামিমা সুলতানার মামলার চার্জ গঠনের শুনানির জন্য দিন ধার্য আছে। যেহেতু আসামি তামিমা সুলতানা ছয় মাসের অন্তঃসত্ত্বা, সেহেতু আদালতে হাজির হওয়া তার জন্য কষ্টসাধ্য। তাই আসামি তামিমা সুলতানাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি প্রদান করা একান্ত আবশ্যক।

আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক কোনও আদেশ না দিয়েই আবেদনটি নথিভুক্ত করে এ বিষয়ে আদেশের জন্য এবং একই সঙ্গে চার্জ গঠনের জন্য আগামী ২৪ জানুয়ারি দিন ধার্য করেন।

সর্বশেষ - ব্যাবসা-বাণিজ্য