সোমবার , ২০ ডিসেম্বর ২০২১ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

অভিজিৎ রায়ের খুনিদের তথ্য দিলে ৪৪ কোটি টাকা পুরষ্কার

প্রতিবেদক
ukadmin
ডিসেম্বর ২০, ২০২১ ৬:১৭ অপরাহ্ণ

বিজ্ঞান লেখক ও মুক্তমনা ব্লগার অভিজিৎ রায় হত্যায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক দুই আসামী চাকরিচ্যুত মেজর জিয়াউল হক ও আকরাম হোসেনের তথ্য দাতার জন্য ৫ মিলিয়ন ডলার বা প্রায় ৪৪ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট।

যুক্তরাষ্ট্র সময় সোমবার (২০ ডিসেম্বর) সকাল নয়টায় জাস্টিস বিভাগের ওয়েবসাইটে অভিজিতের হত্যাকে মার্কিন নাগরিকের উপর হামলা হিসাবে উল্লেখ করে এই ঘোষণা দেয়া হয়েছে। 

এর আগে, চলতি বছর ফেব্রুয়ারিতে বিজ্ঞান লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যার মামলায় সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর জিয়াউল হক ওরফে জিয়াসহ পাঁচ জঙ্গিকে মৃত্যুদণ্ড এবং উগ্রপন্থি ব্লগার শফিউর রহমান ফারাবীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল৷

এ মামলায় অভিযুক্ত ছয় আসামির মধ্যে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর জিয়াউল হক ওরফে জিয়া, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন ওরফে শাহরিয়ার, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব, আরাফাত রহমান ওরফে সিয়াম ওরফে সাজ্জাদ ওরফে শামস), আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আবির ওরফে আদনান ওরফে আবদুল্লাহকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে৷

তারা সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য৷

আরেক আসামি উগ্রপন্থি ব্লগার শফিউর রহমান ফারাবী হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন না৷ তবে তিনি ফেইসবুকে পোস্ট দিয়ে অভিজিৎ রায়কে ‘হত্যার প্ররোচনা দিয়েছিলেন’ বলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে৷ আসামিদের মধ্যে জিয়া ও আকরাম পলাতক৷ 

সর্বশেষ - বাংলাদেশ