বুধবার , ২২ ডিসেম্বর ২০২১ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

ছাত্র আন্দোলনের নেতা থেকে দেশের প্রেসিডেন্ট

প্রতিবেদক
ukadmin
ডিসেম্বর ২২, ২০২১ ৪:৩৭ পূর্বাহ্ণ

এক দশক আগের কথা। ২৫ বছর বয়সী এক তরুণকে চিলির রাজধানী সান্তিয়াগোর রাস্তায় বিভিন্ন ছাত্র বিক্ষোভে দেখা যেত তখন। বিক্ষোভরত শিক্ষার্থীদের উজ্জীবিত করতেন তিনি। মাথায় লম্বা চুল আর মুখে ছিল দাড়ি। মাইক হাতে নিয়ে সবার জন্য বিনা মূল্যে শিক্ষা নিশ্চিত করার দাবি জানাতেন ওই তরুণ নেতা। শিক্ষার্থীদের আন্দোলনে নেতৃত্ব দেওয়া এ তরুণ এবার দেশের নেতৃত্ব দিতে যাচ্ছেন। তিনি হলেন গ্যাব্রিয়েল বোরিক। চিলির সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে আগামী মার্চে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।

কে এই গ্যাব্রিয়েল বোরিক

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা গেছে, গ্যাব্রিয়েল বোরিকের জন্ম ১৯৮৬ সালে চিলির পুন্তা অ্যারেনাস এলাকায়। তাঁর বাবা ক্রোয়েশিয়ান এবং মা কাতালান নাগরিক। চিলি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই ছাত্র আন্দোলনে জড়িয়ে পড়েন। ২০১১ থেকে ২০১২ সাল পর্যন্ত চিলি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ফেডারেশনে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। চিলি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন বোরিক। তবে পড়াশোনা শেষ করতে পারেননি। ২০১৩ সালে চিলির কংগ্রেসের নিম্নকক্ষে অনুষ্ঠিত নির্বাচনে জয় পান বোরিক এবং দুই মেয়াদে ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে অটোনমিস্ট মুভমেন্ট গড়ে তোলেন বোরিক। ২০১৮ সালে নিজের দলকে সোশ্যাল কনভারজেন্স পার্টির সঙ্গে একীভূত করেন। এরপর ২০২১ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামেন তিনি।

২০২১ সালের নির্বাচনে তাঁর অবস্থা

২০২১ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে দলীয় প্রার্থী বাছাইয়ের প্রাথমিক পর্বে দানিয়েল ইয়াদুয়ের বিরুদ্ধে জয় পান তরুণ নেতা বোরিক। ২০২১ সালের নভেম্বরে প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। উগ্র ডানপন্থী হোসে অ্যান্তোনিও কাস্ত প্রথম হন। কাস্তের চেয়ে ২ শতাংশ ভোটে পিছিয়ে ছিলেন বোরিক। ১৯ ডিসেম্বর এ দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফার ভোট হয়।

এ নির্বাচনে ৫৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হন সাবেক ছাত্রনেতা বোরিক। আর কাস্তর জুটেছে ৪৪ শতাংশ ভোট। দ্বিতীয় দফার নির্বাচনে রাজধানী সান্তিয়াগো ছাড়াও গ্রাম্য এলাকাগুলোতেও বিপুল সমর্থন পান বোরিক।

সর্বশেষ - ব্যাবসা-বাণিজ্য