মঙ্গলবার , ১৯ এপ্রিল ২০২২ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

হল ছাড়ছেন না ঢাকা কলেজের ছাত্ররা

প্রতিবেদক
ukadmin
এপ্রিল ১৯, ২০২২ ৩:৩৫ অপরাহ্ণ

কলেজ সূত্র জানিয়েছে, এ বিষয়ে এখন কলেজ প্রশাসন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় আছে।

এর আগে দুপুরের পর উদ্ভূত পরিস্থিতিতে কলেজ প্রশাসন ঢাকা কলেজের আবাসিক হলগুলো আগামী ৫ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করে। একই সঙ্গে আজ বিকেলের মধ্যে ছাত্রাবাস খালি করতেও নির্দেশ দেয় কলেজ কর্তৃপক্ষ।

তবে এ নির্দেশ প্রত্যাখ্যান করে বেলা সাড়ে তিনটার দিকে ছাত্ররা ভারপ্রাপ্ত অধ্যক্ষের কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। বিকেল সোয়া চারটার দিকে কলেজের শহীদ আ ন ম নজিব উদ্দিন খান খুররম মিলনায়তনে ছাত্রলীগের নেতারা সম্মিলিতভাবে বলেন, উদ্ভূত পরিস্থিতিতে তাঁরা হল ও ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছেন। যেকোনো মূল্যে তাঁরা আবাসিক হল ও ক্যাম্পাসে অবস্থান করবেন।

ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের নেতা ফুয়াদ হাসান বলেন, ‘প্রয়োজনে আমরা লাশ হয়ে বের হব। তবু হল-ক্যাম্পাস ছাড়ব না। সাধারণ ছাত্রদের ওপর যে হামলা চালানো হয়েছে, এর বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। ঢাকা কলেজের অধ্যক্ষকে আমরা সুন্দর সমাধান করতে বলেছি। সেটি না হলে আমরা তাঁর পদত্যাগ দাবি করছি।’

রাত পৌনে নয়টার দিকে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. সাজ্জাদুর রহমান  বলেন, ছাত্ররা হল ছাড়েননি।

সর্বশেষ - ব্যাবসা-বাণিজ্য