বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে নির্বাচন কমিশনে উপস্থিত হয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। তারা এখন প্রার্থীর আসার অপেক্ষায় রয়েছেন।
নির্বাচন কমিশনে ওবায়দুল কাদেরের সঙ্গে রয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, চিফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটন।
আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য দুদকের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু। আওয়ামী লীগের একাধিক জ্যেষ্ঠ নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।
বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পুই হচ্ছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি। কারণ সংসদে একক সংখ্যাগরিষ্ট দল তাকে মনোনয়ন দিয়েছে। বিরোধী দল জাতীয় পার্টি কোনো প্রার্থী দেবে না বলে আগেই জানিয়ে দিয়েছে।