আগে থেকেই দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল, কবে আসছে স্পাইডারম্যান সিরিজের নতুন সিনেমা ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’। অবশেষে ১৭ ডিসেম্বর সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পেল। যথারীতি মুক্তি পেয়েছে বাংলাদেশেও।
প্রদর্শিত হচ্ছে রাজধানীর যমুনা ফিউচার পার্কের বিলাসবহুল সিনেথিয়েটার ব্লকবাস্টার সিনেমাসে। মুক্তির আগে থেকেই দর্শকদের অগ্রিম টিকিট দিতে কর্তৃপক্ষকে বেশ হিমশিম খেতে হয়েছে। মুক্তির পর দর্শকদের উপচেপড়া ভিড়ে অতিরিক্ত প্রদর্শনীও করতে হচ্ছে বলে জানিয়েছেন ব্লকবাস্টার কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে ব্লকবাস্টার সিনেমাসের অপারেশন ইনচার্জ এএইচ রাজু বলেন, মুক্তির প্রথম দিন থেকেই অতিরিক্ত দর্শক সামলাতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতে হয়েছে। এখনো প্রতিদিন দর্শকরা সিনেমাটি দেখতে ভিড় করছেন। আমরা চেষ্টা করছি কোনো দর্শককে ফিরিয়ে না দিয়ে তাদের সিনেমাটি দেখার ব্যবস্থা করে দিতে।
করোনাকালে এমনিতেই বিশ্বব্যাপী সিনেমা ব্যবসা থমকে গিয়েছিল। এর মধ্যে স্পাইডারম্যানের নতুন কিস্তি থিয়েটারগুলোকে নতুন করে আশার আলো দেখাচ্ছে। সিনেমাটি গত দুই বছরের সেরা ব্যবসা করবে বলে মনে করছে প্রযোজনা প্রতিষ্ঠান সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট ও মার্ভেল স্টুডিওস। অনলাইন টিকিটিং সার্ভিস ফ্যানড্যানগো জানিয়েছে, ২০২১ সালে তাদের অগ্রিম টিকিট বিক্রির ক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে গেছে ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’।
২০১৯ সালের ‘অ্যাভেঞ্জার্স অ্যান্ড গেম’র পর টম হল্যান্ডের এ ছবি দিয়েই সর্বোচ্চ অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’ পরিচালনা করেছেন জন ওয়াটস।
এতে কেন্দ্রীয় চরিত্রে পিটার পার্কার অর্থাৎ স্পাইডারম্যানের ভূমিকায় অভিনয় করেছেন টম হল্যান্ড। সঙ্গে রয়েছেন জেন্ডায়া, উইলেম ডেফো, জেমি ফক্স প্রমুখ। সিনেমার ট্রেলারে দেখা গেছে— পিটার পার্কার ড. স্ট্রেঞ্জের সঙ্গে দেখা করছেন। তারা আলোচনা করছেন মিস্টিরিওর সেই ভিডিও ফুটেজ নিয়ে। আরও ফুটে উঠেছে পিটারের পরিচয় জানার পর তার জীবনের বিভিন্ন মানসিক টানাপড়েন। শেষে রয়েছে ড. অক্টোপাসের উপস্থিতিও। তবে কেবল অ্যাকশন বা রুদ্ধশ্বাস রহস্য নয়, পিটার পার্কারের জীবনে রয়েছে প্রেমের ছোঁয়াও।