শনিবার , ১৬ জুলাই ২০২২ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

‘খাগোসি হত্যায় ব্যক্তিগতভাবে জড়িত নন প্রিন্স সালমান’

প্রতিবেদক
ukadmin
জুলাই ১৬, ২০২২ ১১:১৫ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

জো বাইডেন জানিয়েছেন, তিনি সৌদি-আমেরিকান সাংবাদিক জামাল খাগোসি হত্যার বিষয়টি প্রিন্স সালমানের কাছে উত্থাপন করেছিলেন।

২০১৮ সালে তুরস্কে সৌদি আরবের দূতাবাসে সাংবাদিক জামাল খাগোসিকে নৃশংসভাবে হত্যা করে সৌদি হিট স্কোয়াডের সদস্যরা। এরপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও রিপোর্ট দেওয়া হয় প্রিন্স সালমান খাগোসিকে হত্যার জন্য নির্দেশ দিয়েছিলেন।

রিপোর্ট প্রকাশের পর বাইডেন বলেছিলেন, সৌদি আরবকে একটি একঘরে রাষ্ট্র করে দেবেন তারা।

তবে সবকিছু ভুলে সৌদি সফরে গেছেন জো বাইডেন নিজে।

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, প্রিন্স সালমান তার কাছে বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে জামাল খাগোসির হত্যার সঙ্গে জড়িত নন।

এ ব্যাপারে বাইডেন বলেন, আমি সরাসরি বলেছি।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে, আমরা কারা, আমি কি সে হিসেবে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে চুপ থাকা ঠিক নয়। আমি সব সময় আমাদের মান বজায় রাখব।

তিনি আরও বলেন, প্রিন্স সালমান বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে এ হত্যার সঙ্গে জড়িত নন।তবে আমি তাকে জানিয়েছি, আমি মনে করি তিনি জড়িত।

প্রেসিডেন্ট জো বাইডেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে মুষ্টি মেলান। তাদের এ ছবি প্রকাশের পর জামাল খাগোসির কর্মস্থল ওয়াশিংটন পোস্ট ও তার বাগদত্তা তীব্র সমালোচনা করেছেন।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বের মানুষকে বাঁচাতেই সৌদি আরবের সঙ্গে আবার সম্পর্ক উন্নয়ন করছেন তারা।

সূত্র: বিবিসি

সর্বশেষ - বাংলাদেশ