বুধবার , ১০ মে ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

পাকিস্তানে সহিংসতা দমাতে ফেসবুক-ইউটিউব বন্ধ

প্রতিবেদক
ukadmin
মে ১০, ২০২৩ ৮:৪৮ পূর্বাহ্ণ

দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী নেতা ইমরান খানকে গ্রেফতারের জেরে উত্তপ্ত পাকিস্তান। পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যে রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এছাড়া লাহোর, করাচি ও বালুচিস্তানসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে হাই অ্যালার্ট জারি করেছে পাক প্রশাসন। এবার গোটা দেশে মোবাইল ব্রডব্যান্ড কানেকশন বন্ধ করল শেহবাজ সরকার।

পাকিস্তান টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে গোটা দেশে মোবাইল ব্রডব্যান্ড পরিষেবা বন্ধ করা হয়েছে। এর ফলে পুরো পাকিস্তানে আপাতত ফেসবুক, টুইটার ও ইউটিউব পরিষেবা বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৯ মে) সন্ধ্যায় টেলিকম সংস্থার তরফে ইন্টারনেট সরবরাহের রিপোর্ট উল্লেখ করে আরও জানানো হয়, কিছু অঞ্চলে সম্পূর্ণভাবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। যার ফলে রিয়েল-টাইম নেটওয়ার্ক ডেটায় দেখা যাচ্ছে, পাকিস্তানে সমস্ত মোবাইল এবং ফিক্সড-লাইন ইন্টারনেট সরবরাহে ব্যাঘাত ঘটেছে। তার ফলেই দেশে ফেসবুক, টুইটার ও ইউটিউব আপাতত বন্ধ হয়ে গেছে।

প্রসঙ্গত, জমি সংক্রান্ত মামলায় এদিন দুপুরে ইসলামাবাদ আদালত চত্বর থেকে গ্রেপ্তার হন সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তার পর থেকেই পিটিআই কর্মী-সমর্থকদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা পাকিস্তান। প্রথমে ইসলামাবাদ আদালত চত্বরেই বিক্ষোভ শুরু করে পিটিআই সমর্থকরা।

পরে ধীরে-ধীরে লাহোর, করাচি সহ সমগ্র পাকিস্তানে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। সেনা হেড কোয়ার্টার থেকে সেনা আবাসন, এমনকি পাকিস্তানের রেডিও অফিস চত্বরেও আগুন জ্বালিয়ে তীব্র বিক্ষোভ দেখায় ইমরান সমর্থকরা। পরে তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে।

সর্বশেষ - বাংলাদেশ