করোনা ভাইরাসে একদিনে শনাক্তের সব রেকর্ড ভেঙে দিয়ে যুক্তরাষ্ট্রে নতুন করে ১১ লাখ ৩০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন।
সোমবার (১০ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। এর আগে ৩ জানুয়ারি দেশটিতে শনাক্তের সংখ্যা ছিল ১০ লাখ ৩০ হাজার।
করোনা শনাক্তের বিশ্ব রেকর্ডের দিনে দেশটিতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও রেকর্ড গড়েছে। হাসপাতালগুলোতে বর্তমানে করোনা রোগী রয়েছে এক লাখ ৩৫ হাজার ৫০০ জন।
আগের রেকর্ডটি ছিল গত বছরের জানুয়ারিতে। ওই সময়ে দেশটিতে এক লাখ ৩২ হাজার ৫১ রোগী হাসপাতালে ভর্তি ছিলেন।
দেশটিতে সাপ্তাহিক গড় শনাক্ত প্রতি দুই সপ্তাহে তিনগুণ বেড়েছে। এছাড়া অনেক প্রদেশ সাপ্তাহিক প্রতিবেদন না দেওয়ায় প্রতি সোমবার প্রচুর পরিমাণে শনাক্ত দেখা যায়।
এখন পর্যন্ত সব প্রদেশ সোমবার প্রতিবেদন জমা দেয়নি। জমা হলে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র নতুন শনাক্তের রেকর্ড দেখেছিল। দেশটিতে ১৩ লাখ ৫৫ হাজারের বেশি রোগী কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন যা গত বছরের জানুয়ারির রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
গত বছর জানুয়ারিতে এক লাখ ৩২ হাজার রোগী ভর্তি হয়েছিলেন। যদিও ভাইরাসটির ওমিক্রন ধরন কম গুরুতর, তারপরও হাসপাতালের ওপর চাপ সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির বিভিন্ন রাজ্যে স্কুল খোলা রাখাও কঠিন হয়ে পড়েছে। কর্মী, শিক্ষক ও বাসচালকের অনুপস্থিতিতে ব্যহত হচ্ছে স্কুলের কার্যক্রম।