রবিবার , ১৩ মার্চ ২০২২ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

আনভীর ও ৭ জনের বিরুদ্ধে ৩১ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ

প্রতিবেদক
ukadmin
মার্চ ১৩, ২০২২ ৮:৩৮ পূর্বাহ্ণ

রাজধানীর গুলশানে কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও আরও ৭ জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৩১ মার্চের মধ্যে জমা দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আবারও নির্দেশ দিয়েছেন ঢাকার এক আদালত।

আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই পরিদর্শক মো. আলাউদ্দিন আজ রোববার প্রতিবেদন দাখিলে ব্যর্থ হওয়ায় ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা এ আদেশ দেন।

এ ছাড়া, আনভীরের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারির বিষয়ে আদেশ দিতে একই দিন ধার্য করেছেন আদালত।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৯ বার সময় চাইলো পিবিআই। গত ২২ ফেব্রুয়ারি ঢাকার আরেকটি আদালত পিবিআইকে আজকের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

গুলশানের বাসা থেকে মরদেহ উদ্ধারের পর গত বছরের ২৬ এপ্রিল ২১ বছর বয়সী কলেজছাত্রীর বড় বোন বাদী হয়ে গুলশান থানায় মামলাটি দায়ের করেছিলেন। এজাহারে আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়।

সর্বশেষ - ব্যাবসা-বাণিজ্য