শুক্রবার , ২২ এপ্রিল ২০২২ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
TableTalkUK
  1. ক্রাইম সিন
  2. খেলাধুলা
  3. জেলার খবর
  4. তথ্য-প্রযুক্তি
  5. প্রবাসের কথা
  6. বাংলাদেশ
  7. ব্যাবসা-বাণিজ্য
  8. ভিডিও সংলাপ
  9. মিডিয়া
  10. শিক্ষাঙ্গন
  11. সকল সংবাদ

অগ্রিম টিকিট কিনতে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় উপচে পড়া ভিড়

প্রতিবেদক
ukadmin
এপ্রিল ২২, ২০২২ ৯:৩০ পূর্বাহ্ণ

হলিউডের ‘অ্যাভেঞ্জার্স’, ‘স্পাইডারম্যান’, ‘ব্যাটম্যান’ সিনেমাগুলো মুক্তির সময়ও এমন চিত্র দেখা গিয়েছিল। অগ্রিম টিকিট পেতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছেন দর্শক। একই চিত্র দেখা গেল ‘ডক্টর স্ট্রেঞ্জ: ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’ ছবির বেলাতেও।

এটি সারাবিশ্বে মুক্তি পাবে আগামী ৬ মে। বাংলাদেশেও স্টার সিনেপ্লেক্স একই দিন পর্দায় দেখাবে ছবিটি। এ কারণে আজ (২১ এপ্রিল) থেকে অগ্রিম টিকিট বিক্রি করার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। তাই টিকিট কিনতে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখাতেই দেখা গেল উপচে পড়া ভিড়। অনেকে সেহরি খেয়েই চলে এসেছিলেন টিকিট পেতে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করে অনেকেই বিজয় চিহ্ন দেখিয়ে ছবি পোস্ট করছেন।

সরজমিনে গিয়ে দেখা যায়, ‘ডক্টর স্ট্রেঞ্জ’ সিরিজের সর্বশেষ কিস্তি উপভোগের জন্য অগ্রিম টিকিট কাটতে সকাল ৯টা থেকে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শপিংমলের সামনে, সনি স্টার সিনেপ্লেক্সের সামনে, সীমান্ত সম্ভার স্টার সিনেপ্লেক্সের সামনে, স্টার সিনেপ্লেক্সের আরেক শাখা মহাখালীর এসকেএস টাওয়ারের সামনে লোকে লোকারণ্য।

টিকিট কাটতে আসা দর্শকদের প্রায় সবাই বয়সে তরুণ। তারা নিয়মিতই হলিউডের সিনেমা দেখেন। অনেকে মার্ভেল সিরিজের ভক্ত।

এদিকে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, আজ সকাল সাড়ে দশটা থেকে কাউন্টার চালু করা হয়েছে। তার আগেই লম্বা কয়েকটি লাইন পড়ে যায়।

মার্ভেলের জনপ্রিয় চরিত্র ডক্টর স্ট্রেঞ্জ। ‘ডক্টর স্ট্রেঞ্জ: ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’র দ্বিতীয় ট্রেলারে দেখা গেছে, এলিজাবেথ ওলসেনের স্কারলেট উইচ চরিত্রটি এবং একটি অডিও ক্যামিও যার আওয়াজ অনেকটাই প্যাট্রিক স্টুয়ার্টের মতো, যাকে ‘এক্স-মেন’ সিরিজে প্রফেসর এক্স হিসেবে দেখা গিয়েছিল।

ট্রেলারে ডক্টর স্ট্রেঞ্জ অর্থাৎ বেনেডিক্ট কাম্বারব্যাচকে দেখা যাচ্ছে একটি দুঃস্বপ্ন থেকে তিনি জেগে উঠছেন এবং ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’-এর পরবর্তী পরিস্থিতির মোকাবিলা করতে চলেছেন। আর সেখানে থেকেই মাল্টিভার্স খুলে যাচ্ছে।

এই ‘মাল্টিভার্স অব ম্যাডনেস’-এ ফিরতে চলেছেন ওয়াং চরিত্রে বেনেডিক্ট ওয়াং, ডক্টর ক্রিশ্চিন পালমারের চরিত্রে র্যাচেল ম্যাকঅ্যাডামস এবং কার্ল মোডোর চরিত্রে চিউটেল এজিওফোর। ছবিটি পরিচালনা করছেন স্যাম রাইমি। চিত্রনাট্য লিখেছেন মাইকেল ওয়ালড্রন ও জেড হ্যালি বারলেট।

সর্বশেষ - বাংলাদেশ